Entertainment

ব্যর্থ প্রেমই সব বদলে দিল, সুপারস্টার হওয়ার গল্প বললেন মিঠুন

জীবনের একটি ঘটনা তাঁকে সাধারণ স্টার থেকে সুপারস্টার বানিয়েছিল। এতদিন পর সে কাহিনিই সকলকে খুলে বললেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী।

বলিউডে নিজের জায়গা তৈরি করে সুপারস্টার হয়ে ওঠা বাঙালি মিঠুন চক্রবর্তী অবশ্যই অনেক তরুণের কাছে লড়াইয়ের আর এক নাম। সেই মিঠুন চক্রবর্তী তাঁর জীবনের এমন এক ঘটনার কথা সকলকে জানালেন যা তাঁর মতে তাঁকে সাধারণ স্টার থেকে সুপারস্টার হয়ে ওঠার প্রেরণা দিয়েছিল।

একটি গানের অনুষ্ঠানে হাজির হয়ে মিঠুন সেই প্রতিযোগিতার এক প্রতিযোগী ঋক বসুকে বোঝাতে গিয়ে বলেন, এক সময় তিনি একটি মেয়েকে ভালবেসেছিলেন। কিন্তু একটা সময় পর একদিন সেই মেয়েটি তাঁর সঙ্গে আর দেখা করেননি। সম্পর্ক ভেঙে দেন।


মিঠুনের মতে সে সময় তাঁর হৃদয় ভাঙে। কিন্তু তারপর তিনি তাঁর কাজে আরও মন দেন। একটা হৃদয় ভাঙা সেদিন তাঁকে বরং সাহায্যই করেছিল একজন সাধারণ স্টার থেকে সুপারস্টার হয়ে উঠতে। আর আজ তিনি কোথায় দাঁড়িয়ে আছেন তা সকলের জানা।

মিঠুন আরও বলেন, সেই ঘটনার অনেক দিন পর ফের ট্রেনে সেই মেয়েটিকে তিনি একদিন দেখতে পান। মেয়েটি তাঁকে দেখে লুকোনোর চেষ্টা করছিলেন। কিন্তু মিঠুন তাঁকে দেখতে পেয়ে নিজেই এগিয়ে যান।


মেয়েটিকে জানান, লজ্জা পাওয়ার কিছু নেই। সেদিন তিনি মিঠুনকে ছেড়ে দিয়ে তাঁর উপকারই করেছিলেন। এই কাহিনি বলে মিঠুন ঋককে বলেন, জীবনচক্রে এমন একটা দিন ঠিক আসবে যেদিন যে মেয়ে তোমার হৃদয় ভেঙেছে সে এমন করেই তোমার সামনে এসে পড়বে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button