National

বাংলার সংস্কার কর্মসূচি বন্ধ করল ঝাড়খণ্ড

ম্যাসানজোর এলাকায় কোনও রকমের অশান্তি এড়াতেই আগ্রহী ঝাড়খণ্ড সরকার। তার জন্য সেখানে পশ্চিমবঙ্গ সরকারের যে কোনও রকম কার্যকলাপই বন্ধ থাকবে। তা সে সৌন্দর্যায়ন হোক বা সংস্কার। বুধবারের ২ রাজ্যের প্রশাসনিক বৈঠকে তাই বেরল না কোনও রফাসূত্র। ঝুলে রইল বাঁধের রং।

বুধবার বীরভূম থেকে অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) রঞ্জন ঝাঁ এবং বীরভূম জেলার সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কিংশুক মণ্ডল বৈঠকে বসেন ঝাড়খণ্ডের দুমকা জেলার ডিসি মুকেশ কুমারের সাথে। বৈঠক শেষে বীরভূম জেলা প্রশাসনের তরফে কোনও বক্তব্য পেশ করা হয়নি। তবে সূত্র মারফত জানা যায় নিজেদের অবস্থান থেকে পিছু হটতে যে নারাজ পশ্চিমবঙ্গ সরকার তা সাফ জানিয়ে দেওয়া হয়েছে ঝাড়খণ্ড প্রশাসনকে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হন দুমকার ডিসি। তাঁর কথায়, ওই এলাকায় কিছু মানুষ ঝামেলা করেছিলেন। সাথে রাজনৈতিক দলও ছিল। সেই ধরনের অশান্তি যাতে আর না হয় তার জন্য দুমকা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে সেখানে আপাতত কোন কাজ হবে না। যদিও তাঁর দাবি, এটি কোন প্রশাসনিক সমস্যা নয়।

বীরভূমের এডিএম (উন্নয়ন) জেলাশাসকের কাছে রিপোর্ট পেশের কথা বলেন। অন্যদিকে দুমকার ডিসি বীরভূমের জেলাশাসককে আবার বৈঠকের আমন্ত্রণ জানান।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *