Sports

কে নিখাত জারিন, চিনি না, বললেন মেরি কম, কড়া কথা অভিনবকেও

অলিম্পিকসের যোগ্যতা অর্জনের প্রতিযোগিতায় অংশ নিতে হলে আগে নিজের দেশে ট্রায়াল দিতে হয়। মাইকেল ফেলপ্সকেও প্রতিবার ট্রায়াল দিয়ে তারপর সুযোগ পেতে হয়েছে অলিম্পিকসে। তাহলে তাঁর ক্ষেত্রে তা হবেনা কেন? এই প্রশ্ন তুলে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে দরবার করেন বক্সার নিখাত জারিন। তিনি জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নও। যেহেতু মেরি কমকেই টোকিও অলিম্পিকসের যোগ্যতা অর্জনের প্রতিযোগিতায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বক্সিং সংস্থা। সেখানে আপত্তি তুলে জারিন মেরির সঙ্গে লড়তে চেয়েছেন। তিনি জানিয়েছেন এই ট্রায়াল হওয়ার পর ফেডারেশন সিদ্ধান্ত নিক কে যাবেন। কিন্তু ট্রায়ালটা হোক। যদিও ট্রায়াল নয় মেরিকেই পাঠানো নিয়ে তাদের ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছে ফেডারেশন।

জারিনের এই দাবি নিয়ে মেরি কম কিন্তু ক্ষুব্ধ। তিনি সাফ জানিয়েছেন, কে নিখাত জারিন? তাঁকে তিনি চেনেন না। তিনি ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন। মোট ৮টি পদক রয়েছে তাঁর। এবার ফেডারেশন ঠিক করুক তারা কাকে চাইছে। মেরির আরও বক্তব্য কীভাবে জারিন এমন করতে পারেন? ভারতীয় দলে জায়গা পেতে জারিন এভাবে লবি করতে পারেন না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

জারিন ক্রীড়ামন্ত্রীকে ট্যুইটে জানান, যদি তিনি সুযোগই না পাবেন, তাহলে কিসের জন্য তিনি এত পরিশ্রম করছেন? তিনি তাঁর দেশের প্রতি বিশ্বাস হারাতে চান না বলেও জানান জারিন। জারিনের ট্রায়াল করার দাবিতে তিনি পাশে পেয়েছেন অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় বক্সার অভিনব বিন্দ্রাকে। তিনিও ট্রায়াল করার পক্ষেই সওয়াল করেছেন। জানিয়েছেন গতকাল কী করেছি তা দিয়ে কিছু হয়না। আজ কী করতে পারছি সেটাই সব।

অভিনব বিন্দ্রার এই পাশে থাকার বার্তাতেও প্রবল ক্ষুব্ধ মেরি কম। তিনি বলেন, এসবের পিছনে কে রয়েছেন তা তিনি জানেন। অভিনব বিন্দ্রা বক্সিংয়ের কিছু বোঝেন না। তাই তাঁকে এসব থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন মেরি। জানিয়েছেন তাঁর মেডেলই তাঁর ক্ষমতা পরিস্কার করছে। অনেক বছর ধরে তিনি বক্সিং করছেন। এখনও তাঁর ট্রায়াল দেওয়ার দরকার নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button