Kolkata

কংগ্রেস নেতাকে গ্রেফতার, বাড়িতে হাজির বিজেপি নেতৃত্ব

সোশ্যাল সাইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগে কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। সন্ময়বাবুর নিশানায় ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। গত বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়। আগরপাড়ার বাড়ি থেকে গ্রেফতার করে তাঁকে পুরুলিয়া নিয়ে যাওয়া হয়। যার প্রতিবাদে গত শুক্রবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। বিকেলে বিবি গাঙ্গুলি স্ট্রিট ও সেন্ট্রাল এভিনিউ-র সংযোগস্থলেও বিক্ষোভ প্রদর্শন করে যুব কংগ্রেস।

শনিবার বিকেলেও মৌলালিতে পথ অবরোধ করে কংগ্রেসের সংখ্যালঘু সেল। প্রায় ১৫ মিনিট অবরোধ চলে। তাদের দাবি, সন্ময় বন্দ্যোপাধ্যায়কে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। কংগ্রেস নেতা গ্রেফতারের প্রতিবাদে কংগ্রেস কর্মীরা পথে নামবেন। এটা স্বাভাবিক ছিল। কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্ব সন্ময় বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা নিয়ে তাঁর বাড়িতে হাজির হওয়া নিয়ে রাজনৈতিক মহলে গুজগুজ শুরু হয়ে গেছে।

রাজ্য বিজেপির নেতা জয়প্রকাশ মজুমদার ও মহিলা নেত্রী অগ্নিমিত্রা পল এদিন আগরপাড়ায় সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন। সেখানে পরিবারের লোকজনের সঙ্গে কথাও বলেন। অগ্নিমিত্রা পল জানান তাঁরা রাজনীতির উর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়াতে হাজির হন এখানে। সন্ময়বাবুর স্ত্রী অত্যন্ত শক্ত মহিলা বলেই জানান অগ্নিমিত্রা। বলেন যে কোনও প্রয়োজনে তাঁরা পাশে আছেন।

সন্ময়বাবুর বাড়িতে কথা বলার পর বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, গণতন্ত্রে যে কারও সমালোচনা করার অধিকার রয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অসহিষ্ণুতার রাজনীতির অভিযোগ করেন তিনি। এদিন সন্ময়বাবুর পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন বিজেপি প্রতিনিধিরা। এদিকে বিজেপির এভাবে সন্ময়বাবুর বাড়িতে যাওয়ার পর বিজেপির সঙ্গে কংগ্রেসের আঁতাত দেখছেন তৃণমূল নেতারা। এদিকে সন্ময়বাবুর গ্রেফতারি নিয়ে প্রতিবাদ আন্দোলনের পারদ চড়াচ্ছে কংগ্রেস।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *