National

এখন এটিএম মানে ‘আয়েগা তব মিলেগা’ : মমতা

কোনও পরিকল্পনা ছাড়াই নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এটা মোদীর তুঘলকি সিদ্ধান্ত। নোট বাতিলের জেরে দেশ জুড়ে আর্থিক জরুরি অবস্থার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারত প্লাস্টিক মানির দেশ নয়। এখানে নোটটাই বেশি চলে। সবজির দোকানে সবজি নেই, ওষুধের দোকানে ওষুধ নেই, বাচ্চার দুধ কিনতে পারছেন না অনেকে। এভাবে চললে দেশে চরম অরাজকতার সৃষ্টি হবে। এভাবে মানুষকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র। এদিন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এভাবেই ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, শিবসেনা ও আকালি দলের প্রতিনিধিরা এবং তৃণমূল সাংসদরা।

মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির হাতে তাঁদের ৬ দফা দাবি সম্বলিত একটি ৫ পাতার স্মারকলিপি তুলে দেন। অবিলম্বে নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য কেন্দ্রকে চাপ দিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চান তাঁরা। পরে রাষ্ট্রপতি ভবন থেকে বার হয়ে মুখ্যমন্ত্রীর বলেন, তাঁরা গোটা বিষয়টা রাষ্ট্রপতিকে জানিয়েছেন। রাষ্ট্রপতি তাঁদের কথা মন দিয়ে শুনেছেন। এদিন এটিএমে টাকা না থাকা নিয়েও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগে এটিএম মানে ছিল অল টাইম মানি। আর এখন এটিএমের মানে দাঁড়িয়েছে ‘আয়েগা তব মিলেগা’!


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *