Kolkata

ওয়াকইন ইন্টারভিউ করে চিকিৎসক নেবে রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী

করোনা পরিস্থিতিতে রাজ্যসরকার এবার ওয়াকইন ইন্টারভিউ করে চিকিৎসক নিতে চলেছে। একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠকে রাজ্যে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে চিকিৎসাক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান রাজ্যে খুব দ্রুত ওয়াকইন ইন্টারভিউ করে চিকিৎসক নিয়োগ করা হবে। এই পুরো পদ্ধতি পরিচালনের অনুমতি দেওয়া হয়েছে কলকাতা পুরসভা ও স্বাস্থ্য দফতরকে। ৫০০ জন হাউস স্টাফ নিয়োগ করবে রাজ্যসরকার বলে জানান মুখ্যমন্ত্রী। করোনা পরিস্থিতিতে রাজ্যে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকদের যে বিপুল প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সেকথা মাথায় রেখেই রাজ্যসরকার চিকিৎসক নিয়োগের রাস্তায় হাঁটল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

মুখ্যমন্ত্রী এদিন ফের একবার বলেন করোনা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। রাজ্যে করোনায় মৃত্যুর হার ২.২ শতাংশ। যারমধ্যে আবার ৮৭ শতাংশ মানুষ কোমর্বিডিটি বা অন্য কোনও শারীরিক সমস্যায় ভুগছিলেন। বাকি যাঁরা করোনা পজিটিভ হচ্ছেন তাঁরা সুস্থ হয়ে বাড়িও ফিরে যাচ্ছেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন অন্য অনেক রাজ্য নমুনা পরীক্ষা কমালেও এ রাজ্যে নমুনা পরীক্ষা বাড়ানো হয়েছে। যাতে করোনা রোগীদের চিহ্নিত করা সম্ভব হয়। নমুনা পরীক্ষা বাড়লে রোগীর সংখ্যাও বাড়বে এটাই স্বাভাবিক। তবে করোনা ছড়িয়ে পড়া আটকানো সম্ভব হবে। আর সেদিকে রাজ্যসরকার জোর দিতে চাইছে বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন সকলকে সতর্ক করেই জানান, করোনা চলে যাবে একদিন, তবে এটাও মাথায় রাখতে হবে যে এখন কিন্তু রাজ্যে খুব বৃষ্টি হচ্ছে। ফলে ডেঙ্গির সমস্যা বাড়ছে। সেকথা মাথায় রেখে ডেঙ্গি থেকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন পরিস্কার জলেও ডেঙ্গির মশা জন্মায়। তাই কোথাও জল জমতে দেওয়া যাবে না। এ বিষয়ে সকলকেই সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। প্রসঙ্গত ক্রমশ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে। আর প্রতি বছরই বৃষ্টি বাড়লে এ রাজ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ে। তাই ডেঙ্গি মোকাবিলায় এখন সতর্ক থাকা জরুরি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *