Kolkata

বুধবার দেখে বৃহস্পতিতে পদক্ষেপ, বাস মালিকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বাস মালিকদের এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তাঁদের ইগোর লড়াই বন্ধ করতে বলেছেন তিনি।

কলকাতা : অনেক কিছুই খুলে গেছে। সকাল-বিকেল অফিসও হচ্ছে। দোকানপাটও খোলা। শুধু বাসের দেখা নেই। ফলে রাস্তার মোড়ে মোড়ে হাপিত্যেশ অপেক্ষায় মানুষজন। কখন মিলবে গন্তব্যের বাস তা তাঁদের জানা নেই। বিকল্প উপায়ও নেই। অগত্যা অপেক্ষা আর অপেক্ষা। অবশেষে যদিও বা দীর্ঘক্ষণ বাদে একটা বাস আসছে তো সামাজিক দূরত্ববিধি লাটে তুলে তখন কোনওক্রমে চলছে বাসে ওঠার চেষ্টা। সেটাও কার্যত অগত্যা। কারণ একটাই। রাস্তায় পর্যাপ্ত বাস নেই। মুখ্যমন্ত্রী আগামী ৩ মাস বাস পিছু ১৫ হাজার টাকা, বাসচালক ও কন্ডাক্টরদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেও বাস মালিকদের পথে বাস নামানোয় রাজি করাতে পারেননি। এবার তাই কড়া পদক্ষেপের পথেই হাঁটবেন বলে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, বাস মালিকরা ইগোর লড়াই লড়ছেন। এটা ইগোর লড়াইয়ের সময় নয়। ডিজেলের দাম বৃদ্ধিকে তিনি সমর্থন করেননা। কিন্তু ডিজেলের দাম তো কমেও। তখন বাস মালিকরা ভাড়া কমান কি? বাস মালিকদের স্পষ্ট বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, বুধবার পয়লা জুলাই তিনি নজর রাখবেন শহরের রাস্তায় ৬ হাজার বাস নামে কিনা। যদি বাস মালিকরা বাস না নামান তাহলে বাস বাজেয়াপ্ত করে সরকারই বাস চালাবে।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, মানুষের স্বার্থে অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে হয়। কিছু করার থাকেনা। তবে তিনি বলেন, তিনি আশা করছেন বাস মালিকদের শুভবুদ্ধি জাগবে। তাঁরা বুধবার বাস নামাবেন। আর তার অন্যথা হলে যে তিনি কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবেন না তা এদিন স্পষ্ট করে দিয়েছন মুখ্যমন্ত্রী।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *