Kolkata

রাজাবাজার থেকে মিছিল, বিজেপিকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিজেপি শাসিত রাজ্য লখনউতে তৃণমূলের প্রতিনিধিদলকে আটকানো হয়েছে। অথচ এ রাজ্যে যখন বিজেপি মিছিল করে গেল, কলকাতায় বিজেপি মিছিল করল তখন তাদের কোনও বাধা দেওয়া হয়নি। এদিন এভাবেই বিজেপিকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, ছাত্ররা আন্দোলন করছে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে, এনআরসি-র বিরুদ্ধে। তিনি সেই আন্দোলনের পাশে আছেন। ছাত্রদের পাশে আছেন। বিজেপি শক্তি প্রয়োগ করে আন্দোলন রোখার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি সকলকে বিজেপির ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক করেন। মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি ভুয়ো ভিডিও ছড়িয়ে অশান্তির চেষ্টা করছে। টাকা ছড়িয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে।

বৃহস্পতিবার রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী। সিএএ ও এনআরসি বিরোধী এই মিছিলে পা মেলান বহু মানুষ। রাজাবাজারে তসবির মহলের কাছে একটি মঞ্চে প্রথমে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তারপর সেখান থেকে মিছিল বার হয়। মিছিল শিয়ালদহ, মৌলালি, জোড়া গির্জা, নোনাপুকুর হয়ে মল্লিকবাজার পৌঁছয়। সেখানেও মঞ্চ তৈরি ছিল। সেখানে পৌঁছেও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিনের মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে এ শহরে ৫টি মিছিল করলেন। এছাড়াও তিনি শিলিগুড়িতে মিছিল করবেন বলে আগেই ঘোষণা করেছেন। ২৯ ডিসেম্বর ঝাড়খণ্ড যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পরদিন ৩০ ডিসেম্বর পুরুলিয়াতেও তিনি মিছিল করবেন। তার আগে আগামী শুক্রবার নৈহাটিতে তিনি সমাবেশ করবেন। মুখ্যমন্ত্রী এদিন সাফ জানিয়েছেন যতদিন না সিএএ ও এনআরসি প্রত্যাহার হচ্ছে তাঁর আন্দোলন চলবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *