Kolkata

দিনগুলো খারাপ যাচ্ছে, বড়দিনের উৎসবের সূচনা করে বললেন মুখ্যমন্ত্রী

দিনগুলো খারাপ যাচ্ছে। তবে এমনটা থাকবেনা। একদিন সকাল হবেই। সোমবার সন্ধেয় পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে অনেকেই ভুলতে বসেছেন ডিসেম্বরের মাঝখানে রয়েছেন সকলে। আর কদিন পরই বড়দিন। তারপর নতুন বছর। বছর শেষের আনন্দ দরজায় কড়া নাড়ছে। কলকাতার পার্ক স্ট্রিটে তারই ঢাকে কাঠি পড়ল সোমবার।

বড়দিন ও নতুন বছরকে সামনে রেখে পার্ক স্ট্রিট চিরকালই সেজে ওঠে কনের সাজে। সেই পার্ক স্ট্রিটে মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন কার্নিভাল। পার্ক স্ট্রিট চত্বরকে আরও বেশি করে সাজিয়ে তোলা হয়। অ্যালেন পার্কে প্রতিদিনই নানা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। বড়দিনের বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয় এই উৎসব।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

প্রতিবারই এই উৎসবের সূচনা করতে হাজির থাকেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুরে বিশাল পদযাত্রার পরও তিনি এদিন সময়েই হাজির হন অ্যালেন পার্কে। অনুষ্ঠানের সূচনা করেন। তবে এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে ঘুরে ফিরে এসেছে সেই নাগরিকত্ব প্রসঙ্গ। সকলকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন তিনি। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের দিকে তোপ দেগে বলেন, অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য নির্ধারিত ২টি আসন সংসদ থেকে তুলে দেওয়া হয়েছে। যা তিনি ভাল ভাবে নিতে পারছেন না।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *