Kolkata

লোকনাথ মন্দিরে আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, ক্ষতিপূরণের ঘোষণা

কচুয়ায় বাবা লোকনাথ মন্দিরে পদপিষ্টের ঘটনা ঘটে মধ্যরাতে। রাতেই গুরুতর আহতদের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁদের দেখতে শুক্রবার সকালে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের দেখার পর তাঁদের আত্মীয়দের সঙ্গে কথাও বলেন তিনি। বেশ কিছুক্ষণ হাসপাতালে ছিলেন তিনি। মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেন। মুখ্যমন্ত্রী বলেন দুর্যোগ চলছিল। তারমধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। লোকনাথ বাবার চাকলার মন্দিরে রাজ্য সরকার ব্যবস্থা করেছে। এবার কচুয়াতেও রাজ্য সরকার পুণ্যার্থীদের কথা মাথায় রেখে পরিকল্পনা গ্রহণ করবে বলে এদিন জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

কচুয়ায় লোকনাথ মন্দিরে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী জানান মৃতদের পরিবার পিছু রাজ্য সরকার ৫ লক্ষ টাকা করে দেবে। গুরুতর আহতদের দেওয়া হবে ১ লক্ষ টাকা করে। আর অল্প আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি সব আহতদের চিকিৎসা করাবে রাজ্য সরকারই।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

শুক্রবার মধ্যরাতে বাবা লোকনাথের কচুয়ার মন্দিরে পুণ্যার্থীদের প্রবল ভিড়ের চাপ তৈরি হয়। অপরিসর রাস্তা ধরে মন্দিরে প্রবেশের জন্য ধাক্কাধাক্কি চরমে ওঠে। তখনই অস্থায়ী দোকান ভেঙে পড়ে। পাঁচিল ভেঙে পড়ে। শুরু হয়ে যায় হুড়োহুড়ি। তাতেই অনেকে পদপিষ্ট হয়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৪ জনের। আহত হন প্রায় ৩০ জন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *