State

মহিলাদের নিয়ে বঙ্গ জননী কমিটি, তরুণদের নিয়ে জয় হিন্দ বাহিনী, নির্দেশ মমতার

ঘরছাড়াদের ঘরে ফেরাতে এদিন নৈহাটিতে বক্তব্য রাখতে গিয়ে এলাকার মহিলাদের নিয়ে দুষ্কৃতিদের ঠেকাতে একটি সংগঠন গড়া হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি ব্লকে মহিলাদের নিয়ে এই সংগঠন তৈরি করা হবে। সংগঠনের নাম হবে বঙ্গ জননী কমিটি। এঁদের পরনে থাকবে শাড়ি। শাড়ির একটা পাড় হবে লাল ও একটা পাড় হবে সবুজ। এঁরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। লড়াই করবেন।

মহিলাদের নিয়ে সংগঠনের পাশাপাশি এলাকার নব্য প্রজন্মের ছেলেদের নিয়ে আরও একটি সংগঠন তৈরি হবে। নাম হবে জয় হিন্দ বাহিনী। মমতা এদিন পরিস্কার জানান, তিনি আরএসএস যেভাবে চলে সেই পথেই হাঁটবেন। জয় হিন্দ বাহিনীর ছেলেদের হাতে থাকবে লাঠি। যাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া থাকবে। তাঁরা এলাকায় বাংলার সংস্কৃতির প্রচার করবে। এই বাহিনীর সদস্যদেরও পোশাক বেছে দিয়েছেন তিনি। এদের পরনে থাকবে সাদা পাজামা ও হলুদ পাঞ্জাবী।

যেসব ক্লাব, বাড়ি, দোকান, রিক্সা ভাঙচুর হয়েছে তারও প্রতিটি হিসাবে নিতে বলেন মুখ্যমন্ত্রী। যাঁদের যা ক্ষতি হয়েছে তার বন্দোবস্ত করে দেওয়ার আশ্বাস দেন তিনি। সেইসঙ্গে জানিয়ে দেন আগামী ১৪ জুন তিনি বীজপুরে আসবেন। সেখানে জঞ্জাল সাফাই কর্মসূচি পালন করবেন তিনি। অবশ্যই জঞ্জাল সাফাই কথাটার মধ্যে একটা কটাক্ষ লুকিয়ে ছিল বলে মেনে নিচ্ছে রাজনৈতিক মহল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *