State

অধীর দূর্গে বাম-কংগ্রেসকে আক্রমণ মমতার

মুর্শিদাবাদে কখনও বামের ভোট পেয়েছে, কখন কংগ্রেস ভোট পেয়েছে, কিন্তু এদের হাত ধরে জেলার কোনও উন্নতি হয়েছে কী. সুতির জনসভা থেকে মুর্শিদাবাদবাসীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহের পর বিধানসভা নির্বচনকে কেন্দ্র করে এদিন দুপুরে মুর্শিদাবাদে জনসভা করেন মমতা। দুপুর ১টা নাগাদ চপারে সুতির জনসভায় হাজির হন তিনি। জনসভায় অংশ নিতে কড়া রোদ উপেক্ষা করেও ভিড় ছিল চোখে পড়ার মত। বক্তব্য রাখতে উঠে সিপিএম কংগ্রেস জোটকে আক্রমণের নিশানা করেন মমতা। প্রশ্ন তোলেন জেলার উন্নয়নে সিপিএম কংগ্রেসের অবদান নিয়েও।

পাশাপাশি মমতার দাবি, শেষ চার বছরে মুর্শিদাবাদের উন্নয়নে তংআর সরকার ২৯৪ কোটি টাকা ব্যয় করেছে। সবুজ সাথী প্রকল্পের আওতায় সাইকেল প্রদান থেকে শুরু করে, জেলার চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, তিনটি হাসপাতাল থেকে কৃষকদের সুবিধার্থে ২১টি কিষাণ বাজার নির্মাণ, মডেল স্কুল তৈরি থেকে বিশ্ববিদ্যালয় তৈরি। সবই হয়েছে তাঁর সময়ে। এছাড়া ২ টাকা কেজি দরে চাল পাওয়া থেকে ১৮টি ক্লাস্টার শিল্প গঠনেও সাহায্য করেছে তৃণমূল সরকারই। উন্নয়নের প্রশ্নে এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান মমতা। সিপিএম কংগ্রেস জোটের কথা তুলে এদিন বিজেপি, কংগ্রেস ও সিপিএমের ঝগড়াকে লোক দেখানো বলে ব্যাখ্যা করেন ত‌ৃণমূল নেত্রী। কংগ্রেস সিপিএমের সঙ্গে হাত মেলানোতেই তিনি একদিন কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন বলে এদিন মঞ্চ থেকে দাবি করেন মমতা।

Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *