Kolkata

পর্দে কে পিছে কেয়া হ্যায়? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী

তুঘলকের রাজত্বের কথা শুনেছিলেন। এখন দেখছেন। এদিন নোট বাতিলের বর্ষপূর্তির দিনকে সামনে রেখে নবান্নে চড়া সুরেই মোদী সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের পিছনে কী রহস্য লুকিয়ে আছে তা জানতে তদন্তের দাবি জানান তিনি। কটাক্ষের সুরেই তাঁর জিজ্ঞাসা, পর্দে কে পিছে কেয়া হ্যায়? অর্থাৎ পর্দার পিছনে কি আছে? তাঁর দাবি, নোট বাতিলে কেবল একটি দলের লাভ হয়েছে। তার নাম বিজেপি। নোট বাতিলের পর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন, এটা বিজেপির সুসংগঠিত লুঠ।

এদিন মনমোহনের সেই বক্তব্যকে কার্যত সমর্থন করেন মমতা। নোট বাতিলকে দেশের আর্থিক বিপর্যয় বলে ব্যাখ্যা করে এদিন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রশ্ন সামনে এনেছেন। তাঁর প্রশ্ন, যদি নোট বাতিলের সুদিন আসবে তবে কেন এত কৃষকের প্রাণ গেল, কেন এত মানুষ কাজ হারালেন। আর এসবের পরেও কালো টাকা ফিরল কোথায়? মুখ্যমন্ত্রীর দাবি, নোট বাতিলের পর জিএসটি কার্যত গোদের ওপর বিষফোঁড়া।

এদিন গুজরাট নির্বাচন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, গুজরাটে বিজেপির নৈতিক হার হয়েছে। এখন ভোটে লড়ছে তারা। এদিন আগাগোড়াই বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করেছেন মুখ্যমন্ত্রী। এজেন্সির ভয় দেখিয়ে দল ভাঙানো থেকে সুইস ব্যাঙ্ক থেকে কালো টাকা ফিরিয়ে সকলের অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি, সবই উঠে এসেছে তাঁর বক্তব্যে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *