Kolkata

বউবাজারে ধুন্ধুমার, বিজেপির থানা ঘেরাও, বিক্ষোভ

নোটবন্দির বর্ষপূর্তি উপলক্ষে এদিন পথে নেমেছে শাসক, বিরোধী দুপক্ষই। যেখানে বিরোধীরা পালন করছে কালা দিবস, সেখানেই বিজেপি পালন করছে কালো টাকা বিরোধী দিবস। এদিন কালো টাকা বিরোধী দিবসকে সামনে রেখে পথে নামে রাজ্য বিজেপিও। একটি মিছিল বার হয় সেন্ট্রাল অ্যাভিনিউতে। সেই মিছিলের ওপর হামলা হয়েছে বলে দাবি করে সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনে বেলা ১টার পর পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয় তাঁদের। অবরুদ্ধ হয়ে পড়ে সেন্ট্রাল অ্যাভিনিউ।

একটি ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে এমনিতেই শ্যামবাজার পাঁচমাথা মোড়ে ১২টার পর থেকে আর জি কর রোড, এপিসি রোড ও বিধান সরণি স্তব্ধ। এই অবস্থায় সব গাড়ি প্রায় সেন্ট্রাল অ্যাভিনিউতে পাঠিয়ে দেয় পুলিশ। তার মধ্যেই এই পরিস্থিতি আরও জটিল করে তোলে যানজট। এদিকে সেন্ট্রাল অ্যাভিনিউতে বেশ কিছুক্ষণ অবরোধ চালানোর পর বিজেপি কর্মী সমর্থকরা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে হাজির হন বউবাজার থানায়। অভিযোগ থানায় জোর করে ঢুকে পড়ার চেষ্টা চালান বিজেপি কর্মীরা। পুলিশ তাঁদের বাধা দেয়। পরে বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। থানার গেটের সামনে তখন বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর অবস্থা কিছুটা আয়ত্তে আসে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button