State

দার্জিলিং-এ মন্ত্রিসভার পরবর্তী বৈঠক ৮ জুন

এবার পাহাড়ে মন্ত্রিসভার বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ জুন সেখানে বৈঠক হবে। বৈঠক হবে রাজভবনে। এদিন এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, খুব স্বাভাবিকভাবেই মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীরা যাবেন। যাবেন সাংবাদিকরা। এভাবে সকলে দার্জিলিং-এ হাজির হলে পর্যটকদের অসুবিধা হতে পারে। তাঁদের হোটেল পেতে সমস্যা হবে। তাই মন্ত্রিরা কেউ দার্জিলিংয়ে থাকবেন না। শিলিগুড়ি সহ অন্যান্য জায়গায় তাঁরা থাকবেন। শুধু মিটিংয়ের সময় দার্জিলিংয়ে যাবেন। মিটিং সেরে চলে আসবেন। তবে কোনও মন্ত্রী বন্ধুবান্ধবের বাড়িতে থাকতে চাইলে তাঁর আপত্তি নেই বলেই জানান মুখ্যমন্ত্রী। এমনকি সাংবাদিকদের থাকার জন্যও শিলিগুড়িতে ব্যবস্থা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এখন পাহাড়ে পর্যটকদের ভিড়। এটাই মরসুম। ফলে তাঁদের জন্য কোনও সমস্যা তৈরি করতে তিনি চাননা। এবার থেকে বছরে ২ বার করে পাহাড়ে বৈঠক হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া জঙ্গলমহলেও মন্ত্রিসভার বৈঠক করবেন তিনি। পাশাপাশি তারকেশ্বরের উন্নয়ন নিয়ে দ্রুত তিনি উদ্যোগ নেবেন বলেও এদিন আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।

 


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button