Kolkata

অধ্যাপকদের অবসর ৬২-তে, পাবেন এলটিসি-র সুবিধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

১০ বছর অধ্যাপনা করলে মিলবে দেশের মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য লিভ ট্র্যাভেল কনসেশন বা এলটিসি। ২০ বছর অধ্যাপনা জীবনে পূর্ণ করতে পারলে মিলবে বিদেশযাত্রার জন্য এলটিসি। তবে তা নির্বাচিত কয়েকটি দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। এদিন কলেজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একটি সম্মেলনে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আরও একগুচ্ছ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অধ্যাপকদের অবসরের বয়স ৬২ বছর করে দিয়েছেন তিনি। তাছাড়া গবেষণা বা উচ্চশিক্ষার জন্য বিশেষ ছুটি গ্রাহ্য হবে অধ্যাপকদের ক্ষেত্রে। তাছাড়া অধ্যাপকদের এখন থেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় নিয়ে আসা হয়েছে। আংশিক সময়ের অধ্যাপক ও অশিক্ষক কর্মীদের আনা হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায়। এদিন মুখ্যমন্ত্রী বারবার রাজ্যে পঠনপাঠনের মানোন্নয়নে জোর দেন। রাজ্যে শিক্ষার মানোন্নয়নে রাজনীতির রং না দেখে একটি বিশেষজ্ঞ কমিটি গড়ার জন্য শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন তিনি। উদাহরণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন এখানকার ছাত্রছাত্রীরা হার্ভার্ডে ছুটবেন। বরং এখানেই একটা হার্ভার্ড গড়া সম্ভব বলে দাবি করেন তিনি।

 


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *