State

হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে জায়গা পাচ্ছে ‘রাফাল’?

প্রথম দফায় ১৮টি অত্যাধুনিক ‘রাফাল’ যুদ্ধবিমান ফ্রান্সের কাছ থেকে হাতে পেতে চলেছে ভারত। এগুলি ২০১৯-এই হাতে পেয়ে যাওয়ার কথা রয়েছে। প্রতিরক্ষামন্ত্রক সূত্রের খবর, এই যুদ্ধবিমানগুলিকে উত্তরবঙ্গের হাসিমারা বিমানঘাঁটিতে রাখার সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত হয়েছে। কারণটা অবশ্যই চিনকে চাপে রাখা। কারণ ক্রমশ চিন পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতকে চাপে ফেলার চেষ্টা চালাচ্ছে। কদিন আগেও ভারতের খুব কাছে পাকিস্তানের সমুদ্র অংশে চিনা সাবমেরিনের চালচলন ভারতের জন্য অস্বস্তির কারণ হয়েছে। এই অবস্থায় চিনকেও পাল্টা চাপে রাখতে চাইছে ভারত।

পরমাণু অস্ত্র বহনে সক্ষম রাফাল-কে হাসিমারায় রাখলে তা চিনের জন্য সুখবর হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরাও। ফলে নিরাপত্তার প্রশ্নে ভারত অনেকটা শক্তিশালী জায়গায় পৌঁছে যাবে। প্রসঙ্গত ২০২২ সালের মধ্যে মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান ভারতকে দেবে ফ্রান্স।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *