World

আরও এক দেশের খামে জায়গা পেলেন গান্ধীজি

এবার মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী। ফলে জাতির জনককে নিয়ে একটা বাড়তি উন্মাদনা কাজ করছে। প্রত্যেক স্কুলে এবার মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী বিশেষভাবে পালন করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারও। এছাড়া ২ অক্টোবর উপলক্ষে একগুচ্ছ অনুষ্ঠানও রয়েছে। ভারতের মাটিতে মহাত্মা গান্ধীকে নিয়ে উন্মাদনা থাকতেই পারে। তবে বিদেশের মাটিতেও কম নেই। মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকীকে সামনে রেখে ফ্রান্স সংলগ্ন নগর রাষ্ট্র মোনাকো একটি নতুন ডাকটিকিট প্রকাশ করেছে।

একটিই রং ব্যবহার হয়েছে টিকিটটিতে। টিকিটটির দাম হচ্ছে ২.১০ ইউরো। যেহেতু মোনাকোতে ইউরো চলে, তাই টিকিটে ইউরো দিয়ে দাম নির্ধারিত হয়েছে। এমন ৪০ হাজার ডাকটিকিট ছেপেছে মোনাকোর ডাক বিভাগ। যা ২ অক্টোবরই বাজারে ছাড়া হচ্ছে। এই ডাকটিকিট সাধারণ মানুষ কিনে খামে সাঁটতে পারবেন। গান্ধীজিকে স্মরণ করেই এই বিশেষ উদ্যোগ বলে মোনাকোর ডাক বিভাগ জানিয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

গত অগাস্টে সৌদি আরবের যুবরাজের উপস্থিতিতে সেখানে গান্ধীজির ১৫০ তম জন্মবার্ষিকীকে স্মরণে রেখে একটি ডাকটিকিট প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদি আরবের পর এবার মোনাকোতেও গান্ধীজি জায়গা পেলেন খামে। এটা অবশ্য একজন ভারতীয়ের কাছে অত্যন্ত গর্বের। ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *