১৯৩১ সালের দেবীপক্ষের ঊষালগ্নের কথা। আকাশ বাতাস অনুরণিত করে শুরু হল ‘আকাশবাণী’র প্রথম প্রভাতী অনুষ্ঠান ‘মহিষাসুরমর্দ্দিনী’। বাংলার মানুষের মনে সৃষ্টি করল আলাদা এক অধ্যাত্ম ভাবরস।
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত ও সুললিত কণ্ঠে মহিষাসুরমর্দ্দিনীর স্তবগাথা, রূপ বর্ণনায় বঙ্গভূমে সৃষ্টি হল এক অপূর্ব অপার্থিব পরিমণ্ডল, যা আজও রয়েছে অমলিন।
সেই ১৯৩১ সাল থেকে আজও শারদীয়া উৎসবের সূচনা হয় শিশির ভেজা শিউলির মিষ্টি প্রভাতে অনাবিল আনন্দরসের আগমনী বার্তায় ‘বাজল তোমার আলোর বেণু…’
শেয়ার করুন