SciTech

শিশু কি এই রোগে আক্রান্ত, সহজেই জানান দেবে অ্যাপ

স্মার্টফোন এখন নিত্যনতুন অ্যাপের হাত ধরে আরও স্মার্ট হয়ে উঠছে। শিশুদের মধ্যে অনেক সময় দেখা যাওয়া এক রোগ সম্বন্ধে এবার জানান দেবে একটি অ্যাপ।

স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচ এখন শুধু ফোন ধরা ছাড়া বা কটা বাজল তাই জানান দেয়না, একগুচ্ছ কাজ করে। যার মধ্যে রয়েছে শরীর কেমন আছে, তা জানান দেওয়া।

স্মার্টফোনে এখন নিত্যদিন অ্যাপ হাজির হচ্ছে। তাদের নানা কাজ। এমনই একটি অ্যাপ তৈরি করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইঞ্জিনিয়াররা। এই অ্যাপ ছোটদের একটি চেনা রোগের জানান দেবে।

দেখা যায় যাঁরা একটু শহররে অদূরে থাকেন, যাঁদের হাতের কাছে চট করে শিশুর কি হয়েছে তা পরীক্ষা করার উপায় নেই, তেমন জায়গায় এই অ্যাপ দারুণ কার্যকরী ভূমিকা নেবে।

শিশুদের জন্ডিস হয়েছে কিনা তা চট করে বলে দিতে পারে এই অ্যাপ। স্মার্ট ফোনের এই অ্যাপের মাধ্যমেই অভিভাবকরা জানতে পেরে যাবেন শিশু জন্ডিসে আক্রান্ত কিনা।

এজন্য অ্যাপটি কাজে লাগাবে শিশুর চোখকে। শিশুর চোখ পরীক্ষা করে অ্যাপই বলে দেবে সে জন্ডিসে আক্রান্ত কিনা। এই অ্যাপ অনেক প্রত্যন্ত এলাকায় বহু শিশুর প্রাণ বাঁচাতে দারুণ কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি পরীক্ষামূলকভাবে ব্যবহার করে ঘানার ৩০০টি সদ্যোজাত শিশুর দেহে জন্ডিস রয়েছে বলে জানান দিয়েছে এই নিওএসসিবি নামে অ্যাপটি। অ্যাপটি শিশুর চোখ পরীক্ষা করতে স্মার্ট ফোনের ক্যামেরাটি ব্যবহার করে। তারপর চোখের রং থেকে বুঝে নেয় শিশুটি জন্ডিসে আক্রান্ত কিনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *