Kolkata

লক্ষ্মীপুজোয় বাজারে ‘আগুন’

নতুন কথা নয়। কারণ ফি-বছরই লক্ষ্মীপুজোর আগে বাজারে আচমকাই একলাফে বেড়ে যায় ফল থেকে সবজি, পুজোর উপকরণ থেকে মূর্তির দাম। এবারও তার অন্যথা হয়নি। বুধবার সকাল থেকেই বাজার অগ্নিমূল্য। মঙ্গলবার থেকেই বাজার চরছিল। বুধবার তা বেশ ছেঁকা লাগার অবস্থায় পৌঁছয়। ফল কেজিতে ৫০ টাকারও বেড়েছে। তাল মিলিয়ে বেড়েছে কাঁচা আনাজের দাম। কারণ যেসব পরিবারে লক্ষ্মীপুজো হয় সেসব বাড়িতে নিরামিষ তরকারি, লুচি, খিচুড়ি এসব হয়ে থাকে। সেসব কথা মাথায় রেখে ঝোপ বুঝে কোপ মারছেন ব্যবসায়ীরা। যে যেমন খুশি দামও চেয়ে নিচ্ছেন ক্রেতাদের কাছ থেকে। অন্যদিকে পুজোটা তো করতেই হবে। তাই নিরুপায় ক্রেতাকুল দরদামের কিছু বিফল চেষ্টা চালিয়ে সামান্য কিছু কমসম করে চড়া দামেই প্রয়োজনীয় জিনিস বাড়ি নিয়ে যাচ্ছেন।

প্রতি বছরই দাম বাড়ে কিন্তু তার জন্য তো পুজো থেমে যায়না! এদিন প্রতিমার দামও ছিল বেশ চড়া। তবে বছরে তো একটা দিন। তাই পকেটের পাশাপাশি নিয়মরক্ষা ও আনন্দটুকু উপভোগ করতে এদিন বাজারে বাজারে বিকেল নামতেই ভিড় উপচে পড়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *