আকাশে মেঘ, কোজাগরী লক্ষ্মীপুজো কি বৃষ্টিতে ভাসবে, কি বলছে আবহাওয়া দফতর
কোজাগরী লক্ষ্মীপুজোর সকাল থেকেই আকাশের মুখ ভার। সকালে কুয়াশাও ছিল। মেঘে ঢাকা আকাশ কি তবে বৃষ্টিতে ভেজাবে লক্ষ্মীপুজোটা। কি বলছে আবহাওয়া দফতর।
এবার লক্ষ্মীপুজো তিথির ফেরে ২ দিন। বুধবার সন্ধের পর তিথি পড়ছে। ফলে এদিন কোজাগরী লক্ষ্মী পুজো। আবার অনেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তিথি থাকায় অনেকটা সময় পাওয়ায় বুধবার না করে বৃহস্পতিবার পুজো করছেন।
তবে বুধবারই কোজাগরী লক্ষ্মীপুজো পালন হচ্ছে অধিকাংশ জায়গায়। পুজোর দিন সকাল থেকেই সাজসাজ রব থাকে। তাই পুজোর দিনটা সকলেই চান ঝলমলে আকাশ। সেটাই বুধবার অমিল।
সকাল থেকেই হালকা কুয়াশায় ভরা চারধার। মেঘে ঢাকা আকাশ। বঙ্গোপসাগরের দক্ষিণ অংশে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপ পশ্চিমবঙ্গে সরাসরি কোনও প্রভাব না ফেললেও তার জেরেই এই কুয়াশা ও মেঘ।
যদিও এই মেঘে দিনটা মেঘলা কাটতে পারে, তবে বৃষ্টিতে দিন মাটি হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি হতে পারে। তবে তা হালকাই হবে। যদিও কোনও কোনও জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তা বিক্ষিপ্তভাবে।
ফলে মেঘলা দিনে পুজো করতে হলেও বৃষ্টি লক্ষ্মীপুজোর দিনে বাগড়া দেবে এমন সম্ভাবনা নেই। এই পরিস্থিতি বৃহস্পতিবারও বজায় থাকবে। শুক্রবারের পর থেকে ক্রমে আবহাওয়ায় বদল আসবে। শুকনো হবে আবহাওয়া।
পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাব না থাকলেও তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশের দক্ষিণ অংশের হাল বেহাল। তামিলনাড়ুর চেন্নাই সহ আশপাশের জেলাগুলিতে সরকারের তরফ থেকে বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে।
এমনিতেই উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে সেখানে প্রবল বৃষ্টি চলছিলই। তাতেই ঘৃতাহুতি দিল নিম্নচাপ। ফলে বুধবার এত প্রবল বৃষ্টির ঝাপটা সামাল দিতে হবে তামিলনাড়ুর একটা বড় অংশকে যে তার জন্য তটস্থ প্রশাসনও।