মানিকতলায় প্রৌঢ়ের দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় মধ্যরাতে এলাকায় আতঙ্ক ছড়ায়। এখানকার সরকারি আবাসনের জি ব্লকের তিনতলার একটি ঘর থেকে ধোঁয়া বার হতে দেখেন প্রতিবেশিরা। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ওই ফ্ল্যাট থেকে সিইএসসির প্রাক্তন আধিকারিক রঞ্জিত বরাটের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রীকে আটক করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ৬৩ বছরের রঞ্জিত বরাটের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক ভাল ছিল না। প্রায়ই দুজনের মধ্যে মত্ত অবস্থায় ঝগড়া হত। চেঁচামেচিতে অতিষ্ঠ হতে হত প্রতিবেশিদের। আশপাশের লোকজনের সঙ্গে বরাট দম্পতির সম্পর্কও ভাল ছিলনা। প্রতিবেশিদের কারও কারও দাবি, রঞ্জিতবাবুর স্ত্রী সুতপাই তাঁকে খুন করেছে। যদিও সুতপা বরাটের দাবি, রঞ্জিতবাবু নিজেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।