রাতের শহরে ফের ব্যবসায়ী খুন। ঘটনাস্থল মল্লিকবাজার। শুক্রবার রাতে মল্লিকবাজারের মুখের কাছে নূর মহম্মদ নামে এক ব্যবসায়ীকে গুলি করে চম্পট দেয় আততায়ীরা। তাঁর ঘাড়ে ও পেটে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। পার্কিং ও বাড়ি তৈরির সামগ্রির ব্যবসার সঙ্গে যুক্ত তৃণমূল কর্মী নূরের পরিবারের দাবি শুক্রবার রাতে বছর ৫৫-র নূর বাড়িতেই ছিলেন। তখনই তাঁকে ফোন করে মল্লিকবাজারে ডাকেন তাঁর ব্যবসার এক অংশীদার। ফোন পেয়ে বেরিয়ে যান নূর। তারপরই তাঁর গুলিবিদ্ধ হওয়ার খবর বাড়িতে পৌঁছয়।