Kolkata

মমতার ধর্নামঞ্চে চন্দ্রবাবু, তেজস্বী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে হাজির হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। বিরোধী জোটের শক্তিকে ফের একবার সকলের সামনে তুলে ধরা ও মুখ্যমন্ত্রীর এই আন্দোলনে তাঁর পাশে থাকার বার্তা পরিস্কার করতেই এদিন ধর্নামঞ্চে হাজির হন চন্দ্রবাবু। গণতন্ত্র বিপন্ন হওয়ার কথা জানান তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বসেন।

এদিন আসেন লালুপুত্র তথা আরজেডি সুপ্রিমো তেজস্বী যাদবও। তিনি মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা দিয়ে জানান এখানে মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন। আর তাঁর রাজ্যে নীতীশ কুমার সিবিআই তদন্তের ভয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। বিজেপি এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে বলে ফের দাবি করেন তেজস্বী।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

গত সোমবার এসেছিলেন কিরণময় নন্দ। অখিলেশ যাদবের প্রতিনিধি হয়ে এসেছিলেন তিনি। এদিন মঞ্চে এলেন তেজস্বী, চন্দ্রবাবুরা। এদিন মুখ্যমন্ত্রী ধর্নামঞ্চ থেকে জানান, তাঁকে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া ফোন করেছিলেন। পাশে থাকার কথা জানিয়েছেন। লড়াই চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। কিন্তু তাঁর বয়স হওয়ায় ও পায়ে ব্যথা থাকায় নিজে আসতে পারেননি। অরবিন্দ কেজরিওয়াল সহ অন্য নেতারাও ফোন করেছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী। বার্তা পাঠিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *