Kolkata

সব রাস্তা মিশে গেল ব্রিগেড বিন্দুতে

শনিবার সকাল হতেই কিন্তু ব্রিগেডমুখো মানুষজন। বাসে, গাড়িতে, পায়ে হেঁটে গন্তব্য একটাই। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। সভা শুরু দুপুরে। কিন্তু সকাল থেকেই সকলে ব্রিগেডের পথে চলেছেন। একটাই উদ্দেশ্য, সামনে থেকে নেতানেত্রীদের বক্তব্য শোনা। যত দেরি ততই জায়গা মিলবে পিছনে। শীতকাল, ফলে নরম রোদ গায়ে মেখে মাঠেই বসে থাকায় সমস্যা হওয়ার কথা নয়। তারসঙ্গে আছে চারপাশের মহোৎসব মেজাজ। সেটাও ব্রিগেডে থেকে তারিয়ে উপভোগ করা যেতে পারে।

শনিবার সকাল থেকেই অনেক ট্রেনও এসেছে বাদুড়ঝোলা হয়ে। সে শিয়ালদহ হোক বা হাওড়া। ট্রেন থেকে নেমেছেন বহু মানুষ। তাঁদেরও গন্তব্য একটাই ব্রিগেড। সকাল থেকেই রাস্তা ধরে ছোট ছোট মিছিল। তাদেরও গন্তব্য একটাই ব্রিগেড। এভাবেই যেন সব মানুষের, সব রাস্তার একটাই গন্তব্য হয়ে দাঁড়িয়েছিল এদিন। সেটা ব্রিগেড। রেকর্ড মানুষের জমায়েত করতে বদ্ধপরিকর তৃণমূল নেতৃত্বের কাছে যা অবশ্যই আনন্দ সংবাদ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বিগ্রেডকে সামনে রেখে এদিন বহু রুটের বাস মেলা ভার হয়েছে সকাল থেকে। ফলে এদিন যাঁদের অফিস রয়েছে বা যাঁদের অন্য কাজে বার হতেই হবে তাঁদের ভোগান্তির শিকার হতে হয়েছে। ভোরের দিকে তবু যেতে পারলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবস্থা আরও জটিল আকার নেয়। ঠায় দাঁড়িয়ে বাদুড়ঝোলা বাসে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে কোনওক্রমে গন্তব্যে পৌঁছেছেন তাঁরা। এদিকে এদিন ব্রিগেডের সমাবেশ উপলক্ষে শহর জুড়ে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *