National

পরপর জঙ্গিদের গ্রেনেড হানা

প্রথম গ্রেনেড হানা হয় লাল চকে। শুক্রবার সকালে শ্রীনগরের লাল চকের ক্লক টাওয়ারের কাছে সিআরপিএফ-এর একটি গাড়ি লক্ষ্য করে গ্রেনেড হানা হয়। গ্রেনেডটি গাড়িতে না লেগে পাশ দিয়ে গিয়ে উল্টো দিকের কয়েকটি দোকানে আঘাত হানে। তাতে দোকানগুলির ক্ষতি হয়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

Indian Army
গ্রেনেড হানার পর সুরক্ষাবাহিনীর কড়া প্রহরা, ছবি – আইএএনএস

দ্বিতীয় গ্রেনেড হামলার ঘটনা ঘটে সোপিয়ান জেলায়। এখানে একটি থানা লক্ষ্য করে গ্রেনেড হামলা হয়। গ্রেনেডটি থানার মধ্যে ফাটলেও তাতে বড় ধরণের কোনও ক্ষতি হয়নি। কোনও হতাহতের খবর নেই। প্রসঙ্গত গত বৃহস্পতিবার শ্রীনগরের রাজবাগ এলাকায় গ্রেনেড হামলার ঘটনা ঘটে। তাতে ৩ জন পুলিশ কর্মী আহত হন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *