Kolkata

রাজ্যে আইএএস, আইপিএসদের পদে ব্যাপক রদবদল

রাজ্য ও কলকাতা পুলিশের ১২ জন আইপিএস পদে রদবদল করা হল। ২ জন আইপিএসকে পাঠান হয়েছে কম্পালসারি ওয়েটিংয়ে। এঁদের মধ্যে রয়েছে ডিসি ডিডি ২ নগেন্দ্র ত্রিপাঠী ও যুগ্ম কমিশনার অপরাধ দেবাশিস বড়াল। নগেন্দ্র ত্রিপাঠীর জায়গা আনা হয়েছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার স্পেশাল সুপারিন্টেনডেন্ট নিলু শেরপা চক্রবর্তীকে। তবে দেবাশিস বড়ালের জায়গায় এখনও কাউকে আনার কথা সরকারিভাবে জানান হয়নি। তাঁর দায়িত্ব সামলাবেন কলকাতা পুলিশের এসটিএফের যুগ্ম কমিশনার বিশাল গর্গ। এছাড়া এডিজি সিআইডি হয়েছেন রাজেশ কুমার, এডিজি আইবি হয়েছেন গঙ্গেশ্বর সিং, এডিজি রেল হয়েছেন অধীর শর্মা, রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার এডিজি হলেন রামফল পাওয়ার। এদিন ৮ জন আমলারও পদের রদবদল করা হয়েছে। যারমধ্যে ৫ জনের গত মঙ্গলবারই পদের রদবদল হয়েছিল। তারপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের তাঁদের পদে রদবদল করা হয় এদিন। পিএম বাচাওয়াতকে দেওয়া হয়েছে ক্রেতা সুরক্ষা দফতরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পদ, ডিপি গোপালিকাকে দেওয়া হয়েছে উদ্যান ও খাদ্য প্রক্রিয়াকরণের চিফ সেক্রেটারি পদ, সুব্রত বিশ্বাসকে দেওয়া হয়েছে কো-অপারেশন বিভাগের চিফ সেক্রেটারি পদ। ওঙ্কার সিং মিনা ছিলেন পৌর বিষয়ক বিভাগের সচিব। তাঁকে এদিন অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব পদের দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকে। পৃথা সরকারকে দেওয়া হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অতিরিক্ত সচিবের দায়িত্ব। সঞ্জয় বনসলকে হুগলির জেলাশাসক পদে আনা হয়েছে। মুক্তা আর্যকে করা হয়েছে জলপাইগুড়ির জেলাশাসক।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *