Kolkata

১ অগাস্ট থেকে বাড়ছে মেট্রো, জুন থেকেই মিলবে ওয়াইফাই

Kolkata Metroপয়লা অগাস্ট থেকে বাড়ছে মেট্রো চলাচল। এখন দিনে মেট্রো চলে ২৫৮ বার। সেটি বেড়ে পয়লা অগাস্ট থেকে ৩০০ বার করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সন্ধেবেলা মেট্রোয় চাপ থাকে সবচেয়ে বেশি। সেকথা মাথায় রেখে ওই সময়ে ৬ মিনিট অন্তর মিলবে মেট্রো। ফলে যাত্রীদের সুবিধা হবে। কোনও ট্রেনে বেশি ভিড় রয়েছে বলে মনে হলে মাত্র ৬ মিনিট অপেক্ষা করে গেলেই মিলবে অপর মেট্রো। এছাড়া বর্তমানে কেবলমাত্র পার্ক স্ট্রিট ও ময়দান স্টেশনে ওয়াইফাই সুবিধা পাওয়া যায়। ১৫ জুন থেকে সেই সুবিধা বাড়িয়ে দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত মোট ১৭টি স্টেশনেই দিতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। এখন মেট্রোয় চড়লে গাড়ি একবার টানেলে ঢুকে গেলে আর মোবাইল পরিষেবা পাওয়া যায় না। কিন্তু পুজোর আগেই বদলাচ্ছে সেই অবস্থা। পুজোর আগেই মেট্রো টানেলে মোবাইলে কথা বলার সুবিধা দিতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *