Kolkata

ফের শহরের রাস্তায় বেপরোয়া বাইক রেস, মৃত ১

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার সাবধান করেছেন। সরকারের তরফেও সেফ ড্রাইভ, সেভ লাইফ স্লোগান সামনে রেখে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়েছে। বাইক বা স্কুটার চালানোর সময় অবশ্যই মাথায় হেলমেট পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু তাতে কাজের কাজ যে কিছু হয়নি তা ফের প্রমাণ হল রবিবার ভোরে। ভোর ৬টা নাগাদ রাস্তা তখন কার্যত সুনসান। স্থানীয়রা জানাচ্ছেন, সেইসময়ে ৪টি বাইকের মধ্যে রেস শুরু হয়। প্রতি বাইকেই ২ জন করে যুবক বসে ছিল। কারও মাথায় হেলমেট ছিলনা।

বাইক রেস চলার সময়ে দুরন্ত গতিতে ছিল ৪টি বাইক। সম্ভবত প্রবল গতি তুলে পরে আর তা নিয়ন্ত্রণ করতে পারেননি এদের মধ্যে একটি বাইকের চালক। রাস্তায় সপাটে উল্টে যায় বাইকটি। ২ যুবকই ছিটকে পড়েন রাস্তায়। রক্তাক্ত অবস্থায় তাঁদের এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১ যুবকের মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *