
গত বৃহস্পতিবার মধ্যরাত। সিরিয়ালের শ্যুটিং সেরে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়। রুবি মোড় থেকে অভিষিক্তার দিকে যাচ্ছিল তাঁর গাড়ি। স্টিয়ারিংয়ে ছিলেন তিনি নিজে। গাড়িতে সঙ্গে আরও কয়েকজন ছিলেন। অভিযোগ আচমকাই ফাঁকা রাস্তায় সিগনাল ভেঙে একটি মাটাডোর এসে ধাক্কা মারে তাঁর গাড়িতে। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাইপাসের ওপর এমন দুর্ঘটনার পর অবশ্য বরাত জোরে রক্ষা পান অভিনেত্রী সহ গাড়ির সকলে।
জানা গিয়েছে, অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের সামান্য চোট লেগেছে। যা খুব একটা গুরুতর কিছু নয়। অন্যদেরও তাই। বাংলা সিরিয়ালের পরিচিত মুখ সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় বর্তমানে ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালে অভিনয় করছেন। তাঁর দুর্ঘটনার খবর পেয়ে দর্শকমহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।