Kolkata

খাতা আনতে ভুলে যাওয়ায় ছাত্রকে বেধড়ক মার গৃহশিক্ষিকার


খাতা আনতে ভুলে গেছে। এই অপরাধে এক ছাত্রকে বেত দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক গৃহশিক্ষিকার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ ওই শিক্ষিকার কাছে পড়তে যায় দমদম বেদিয়াপাড়ার বাসিন্দা সেন্ট স্টিফেন্স স্কুলের পঞ্চম শ্রেণির ওই ছাত্র। ১১ বছরের ওই কিশোরের অভিযোগ, রাত ১০টা নাগাদ পড়ানো শেষ হয়ে গেলে তাকে খাতা বার করতে বলেন ‘মিস’। ছাত্রটির দাবি, বাড়ি থেকে খাতা আনতে সে ভুলে গেছে একথা জানানো মাত্রই তেলেবেগুনে জ্বলে ওঠেন গৃহশিক্ষিকা। বেত দিয়ে কিশোরটিকে বেধড়ক মারতে শুরু করেন তিনি।


আক্রান্ত ছাত্রের দাবি, যন্ত্রণায় কেঁদে উঠলে তার গলায় বেত ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন গৃহশিক্ষিকা। ছাত্রের মায়ের দাবি, বাড়ি ফিরে আসার পর ছেলের গায়ে লাল লাল দাগ দেখে তাঁর সন্দেহ হয়। কোত্থেকে এই দাগ এল তা জিজ্ঞাসা করতে মা-বাবাকে সমস্ত কথা জানায় ওই কিশোর। রাতে থানায় গিয়ে ওই গৃহশিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ছাত্রের মা-বাবা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি স্থানীয় লোকজনের কানে যেতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *