Kolkata

কর্তব্যরত অবস্থায় আত্মহত্যার চেষ্টা পুলিশ আধিকারিকের

মঙ্গলবার প্রায় বেলা ১১ টা। ভবানী ভবনে একটু একটু করে বাড়ছিল কর্মব্যস্ততা। আচমকা ভবনের ভিতর থেকে গুলির আওয়াজ শুনে চলার গতি থমকে যায় অনেকের। হাতের কাজ ফেলে ভবনের তিনতলায় ছোটেন সকলে। দেখা যায়, মেঝেতে রক্তের ওপর লুটিয়ে পড়ে আছেন বিনয় ভট্টাচার্য নামে এক এসআই। তাঁর এক হাতে ধরা নিজের সার্ভিস রিভলভার। মাথার ডানদিকের চোখ ও কানের মাঝখান থেকে গুলি এফোঁড়-ওফোঁড় হয়ে বেরিয়ে গেছে। ওই অবস্থাতেই মেঝেতে শুয়ে কাতরাচ্ছেন উত্তর ২৪ পরগনার বারাসতের গোয়েন্দা বিভাগের এসআই। সঙ্গে সঙ্গে বছর ৫৪-র বিনয় ভট্টাচার্যকে নিয়ে এসএসকেএম হাসপাতালে ছোটেন অন্যান্য পুলিশ আধিকারিকরা।

এসআইয়ের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করার চেষ্টা করেন বিনয়বাবু। তবে এটা সত্যিই আত্মহত্যার চেষ্টা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। বিজয়বাবুকে সুস্থ করে তোলা গেলে অনেককিছু পরিস্কার হয়ে যাবে। তবে তার আগে পুলিশ তার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। অসতর্ক অবস্থায় গুলি চলেছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত কয়েকমাস আগে বেলেঘাটার ফুলবাগান থানায় সার্ভিস রাইফেল থেকে অসতর্কতাবশত গুলি বেরিয়ে মৃত্যু হয় কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলের।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button