বাজারে ৬০ হাজার টাকার দেনা। সেই দেনা শোধ করতে গেলে চলতি মরশুমে প্রচুর তুলোর ফলন হতে হত। ফসল বেচে যে দাম উঠত, তাই দিয়ে শোধ করা সম্ভবও ছিল মোটা অঙ্কের ঋণ। এই আশাতেই ফসল তোলার অপেক্ষায় দিন গুনছিলেন কৃষক মাধব শঙ্কর রাওয়াত। কিন্তু তাঁর সেই আশা পূরণ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় পোকামাকড়ের দল। পোকার হানায় নষ্ট হয়ে যায় সিংহভাগ ফসল। রয়ে যায় মাত্র ৩ কুইন্টাল তুলো, যা দিয়ে ধার শোধ সম্ভব নয়।
এই ক্ষতি সহ্য করতে পারেননি মাধব শঙ্কর। মনের দুঃখে নিজের খেতে চিতা সাজিয়ে আত্মহত্যা করলেন প্রবীণ এই কৃষক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ইয়াভতমল জেলার সাভলেশ্বর গ্রামে। মৃতের ছেলের দাবি, প্রতিবারের মত এবারেও ৪ একর জমি জুড়ে তুলোর চাষ করেন মাধব। ফলন ভালোই হয়েছিল। কিন্তু পোকার হানায় প্রচুর পরিমাণ তুলো নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত পড়ে যায় দেনায় জর্জরিত কৃষকের। পুলিশের প্রাথমিক অনুমান, সেই শোকে গত শনিবার খেতে একটি তুলো গাছের নিচে চিতা সাজিয়ে তাতে আগুন জ্বালান ওই কৃষক। তারপর গাছ থেকে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। মৃতের পরিবারের বয়ানের ভিত্তিতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।