Kolkata

এটিএমে টাকা নেই, মুরগি চুরি করে পালাল চোরের দল

এটিএম লুঠ করতে এসে টাকা নয়, চোরে নিয়ে গেল মুরগি। চোরেদের এমন আজব চুরির কাণ্ডে কার্যত অবাক পাটুলির এন ব্লকের বাসিন্দারা। গত সোমবার রাতের ঘটনা। রাতে ওই এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুঠ করার চেষ্টা করে একদল দুষ্কৃতি।

এলাকাবাসীর দাবি, মঙ্গলবার সকালে টাকা তুলতে গিয়ে কয়েকজন দেখেন যে এটিএম মেশিন, সিসিটিভি ভাঙা অবস্থায় পড়ে আছে। এটিএমের ঠিক উল্টোদিকে চেঁচামেচি করছেন মাংসের দোকানের মালিক। তাঁর দাবি, দোকানে রাখা খাঁচার ভিতর থেকে উধাও হয়ে গেছে বেশ কয়েকটি মুরগি। খোয়া গেছে দোকানের হিসাব রাখার খাতাও। এরপরেই স্থানীয় বাসিন্দারা খবর দেন পাটুলি থানায়। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত দুষ্কৃতিদের কাছে এটিএম মেশিন ভাঙার কোনও যন্ত্রপাতি ছিলনা। তাই তারা প্রথমে উল্টোদিকের মাংসের দোকান থেকে মুরগি কাটার ধারাল সরঞ্জাম নিয়েই এটিএমে তাণ্ডব চালিয়ে টাকা লুঠ করার চেষ্টা করে। তাদের সেই চেষ্টা ব্যর্থ হলে অগত্যা মুরগি লুঠ করেই দুষ্কৃতিরা চম্পট দেয় বলে অনুমান করছেন তদন্তকারীরা।

এলাকাবাসীর অভিযোগ, এটিএমের পাশে চলছে একটি বহুতল নির্মাণের কাজ। যা আদপে দুষ্কৃতীদের মদের আখড়া বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

সোমবার রাতে এটিএম-এ কোনও নিরাপত্তারক্ষী না থাকায় ওই দুষ্কৃতিরাই লুঠের চেষ্টা করেছে বলে দাবি স্থানীয়দের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *