Kolkata
ভরদুপুরে সাউথ সিটি বহুতল থেকে মরণঝাঁপ মহিলার, রহস্য ঘনীভূত

দক্ষিণ কলকাতার সাউথ সিটি বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন ১ মহিলা। মৃতার নাম সোনালি। তিনি ওই বহুতলের ২ নম্বর টাওয়ারে ১৭ তলার ফ্ল্যাটে থাকতেন। সূত্রের খবর, ফ্ল্যাটে পরিচারিকার সঙ্গে একাই থাকতেন ওই মহিলা। শনিবার ভরদুপুরে আচমকাই ফ্ল্যাট থেকে নিচে ঝাঁপ দেন তিনি। মাটিতে ঝুপ করে কি একটা পড়ার শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বহুতলের নিরাপত্তারক্ষীরা। তাঁরা দেখেন, এক মহিলার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে মাটিতে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় যাদবপুর থানায়।
পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক অবসাদ থেকেই কি আত্মহত্যা করলেন মহিলা? নাকি কেউ তাঁকে ঠেলে ফেলে দিয়েছে? এইসমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতার পরিচারিকাকে।