
কলকাতা বন্দরে আসা একটি বার্জ থেকে মিলল এক বাংলাদেশি নাগরিকের দেহ। মৃতের নাম সালে আহমেদ। সহকর্মীরা জানিয়েছেন সালে আহমেদ ওই বার্জের চালক ছিলেন। বাংলাদেশের চট্টগ্রাম থেকে মালপত্র নিয়ে বার্জটি কলকাতা বন্দরে এসেছিল। দেহটি উদ্ধার করে সাউথ পোর্ট থানার পুলিশ।
কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা পরিস্কার নয়। তবে পুলিশ ওই বার্জের অন্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করে এই মৃত্যু রহস্যের কিনারা করতে চাইছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট মিললে রহস্য অনেকটা পরিস্কার হবে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা।













