Kolkata

গঙ্গার ঘাট থেকে উদ্ধার ভিনরাজ্যের তরুণীর দেহ


ঘাটশিলা থেকে কলকাতায় পড়তে আসা নিখোঁজ সুস্মিতা রায়ের দেহ উদ্ধার হল গঙ্গার ঘাটে। গত সোমবার কলকাতার উত্তর বন্দর থানা এলাকায় গঙ্গার ঘাট থেকে তরুণীর দেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। খবর দেওয়া হয় কালীঘাট থানায়। বুধবার সকালে মৃত তরুণীর পোশাক, জুতো ও হাতের কাটা দাগ দেখে দেহ শনাক্ত করেন তাঁর বাবা ও মাসি।


ময়নাতদন্তের পর পুলিশের প্রাথমিক অনুমান, জলে ডুবে মৃত্যু হয়েছে ওই তরুণীর। তবে খুনের মোটিভ নিয়ে ধন্ধে রয়েছে পুলিশ। গত ১০ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন বিমান সেবিকার প্রশিক্ষণ নিতে কলকাতায় পড়তে আসা ওই তরুণী।


পুলিশ সূত্রের খবর, শেষবারের মত তাঁর ধর্মতলায় উপস্থিতির কথা জানতে পারেন তদন্তকারী আধিকারিকরা। মেয়েকে অপহরণ করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার। তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে। মৃতার রুমমেট সহ বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে এসব তথ্যের হদিস পান তাঁরা।

কলকাতায় পড়তে এসে মৃত তরুণীর সঙ্গে কয়েকজন যুবকের ঘনিষ্ঠতা তৈরি হয়। এমনকি ওই তরুণীর অসংলগ্ন জীবনযাপনের তথ্য হাতে আসে বলে পুলিশের দাবি। পরিচিতদের মধ্যে কেউ তরুণীর মৃত্যুরহস্যের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মেয়ের খুন করা হয়েছে বলে দাবি করে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার।




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *