Kolkata

বেলেঘাটায় ডাকাতির ঘটনায় মূল পাণ্ডা ধৃত, উদ্ধার লুঠ হওয়া গয়না-টাকা

বেলেঘাটায় ভরদুপুরে ডাকাতির মূল পাণ্ডা ধরা পড়ল পুলিশের জালে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া গয়না ও টাকা। এতদিন ক্যানিংয়ে গা ঢাকা দিয়েছিল দুষ্কৃতী। বৃহস্পতিবার সেখান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম নুর ইসলাম শেখ ওরফে চাঁদ। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বেকবেগিয়ায়।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে বেলেঘাটার চাউলপট্টি এলাকায় মহেশ দাসের বাড়িতে হানা দেয় নুর ইসলাম শেখ। জেরায় নুর পুলিশকে জানিয়েছে, চুরি করার জন্য সেদিন ওই এলাকায় সে ঘোরাফেরা করছিল। মহেশ দাসের বাড়ির সামনের দরজা বন্ধ দেখে পিছনের পাঁচিল টপকে বাড়ির ভিতর ঢোকে সে। দুপুরবেলা এলাকার রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগ নেয় নুর। একতলার ঘরে সেইসময় ফোনে গেম খেলছিল এক কিশোরী।

তাকে প্রথমে ভয় দেখায় নুর ইসলাম। তার কাছ থেকে গয়না ও টাকা কোথায় রাখা আছে তা জেনে নেয় নুর। এরপর গামছা দিয়ে কিশোরীর মুখ হাত পা বেঁধে দেয়। ঘরের ভিতর তন্নতন্ন করে খুঁজে লুঠ করে টাকা গয়না।

কিশোরীর মা সেইসময় দোতলায় নিজের কাজ করছিলেন। এরই মধ্যে হাত পা বাঁধা অবস্থায় ওই কিশোরী কোনও রকমে ছাদে মায়ের কাছে পৌঁছে যায়। মেয়ের অবস্থা দেখে প্রতিবেশিদের কাছে চিৎকার করে সাহায্য চান আতঙ্কিত মা। চিৎকার চেঁচামেচিতে পালিয়ে যায় নুর ইসলাম শেখ।

ছাদ থেকে মা ও মেয়ে নিচে নেমে আসেন। ঘরে ঢুকে দেখা যায় বেশ কয়েক হাজার টাকা ও গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার ধৃত নুরকে নিয়ে কোলকাতার আমহার্স্ট স্ট্রিটে অভিযান চালায় পুলিশ। দুষ্কৃতীর এক পরিচিতের দোকান থেকে উদ্ধার করা হয় লুঠ হওয়া গয়না।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *