
ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থ রাজ্য সরকার। এমনই দাবি করে কলকাতা পুরসভার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল সিপিএম। বিক্ষোভে নেতৃত্ব দেন সিপিএম নেতা রবীন দেব, মানব মুখোপাধ্যায়, রূপা বাগচি প্রমুখ। ছিলেন সিপিএমের বহু কর্মী সমর্থক। পুরসভার সামনে এই অবস্থান মঞ্চ থেকে কার্যত কলকাতা পুরসভা ও রাজ্য সরকারকে তুলোধোনা করেন সিপিএম নেতৃত্ব।
রবীন দেব সরাসরি রাজ্য সরকারকে নিশানা করে বলেন, ডেঙ্গি দমনে চূড়ান্ত ব্যর্থ রাজ্য সরকার। এখন তারা অন্যদিকে নজর ঘোরানোর চেষ্টা করছে। প্রকৃত তথ্য গোপন করছে। পাশাপাশি সরকার ডেঙ্গিতে মৃতদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে না বলেও তোপ দাগেন রবীনবাবু। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী খেলা-মেলা-উৎসবকে অগ্রাধিকার দেন, কিন্তু ডেঙ্গি থেকে রাজ্যবাসীকে রক্ষা করাটা তাঁর অগ্রাধিকারের আওতায় পড়ে না।
অন্যদিকে সিপিএম নেত্রী রূপা বাগচির দাবি, এই ইস্যুতে তাঁদের ৫ সদস্যের প্রতিনিধিদল পুর কমিশনারের কাছে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন। কিন্তু পুর কমিশনার খলিল আহমেদ সেটি গ্রহণ করতে অস্বীকার করেছেন বলে দাবি করেন রূপাদেবী।
মুখ্যমন্ত্রী ডেঙ্গিতে মৃত্যুর যে খতিয়ান দিয়েছেন সেটি একেবারেই ভুল তথ্য বলে দাবি করে রবীনবাবু বলেন, এই মারণ ব্যাধিতে মৃতদের পরিবারের পাশাপাশি সাধারণ মানুষের সাহায্যার্থে সিপিএম কলকাতা ও জেলা স্তরে মানুষের পাশে আছে।













