Kolkata

রোগী মৃত্যু, এবার কাঠগড়ায় বি পি পোদ্দার হাসপাতাল

রোগী মৃত্যু ঘিরে হাসপাতালে উত্তেজনা নতুন কিছু নয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগে অনেক সময়েই সরকারি, বেসরকারি হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনেরা তুলকালাম করে থাকেন। নানা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা সৃষ্টি হলেও সেই তালিকায় নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালের নাম যুক্ত হয়নি। এদিন সেটাই হল।

অভিযোগ বিজয়কুমার কুর্মি নামে এক ব্যক্তিকে প্রায় দিনই ডায়ালিসিস করতে বি পি পোদ্দার হাসপাতালে নিয়ে আসতেন পরিবারের লোকজন। সম্প্রতি ডায়ালিসিস করার পর তাঁর জ্বর আসে। পরিবারের দাবি, তখন হাসপাতালকে একদিন রাখার জন্য অনুরোধ করা হলেও ফেরত পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বিজয়কুমার কুর্মিকে ভর্তি করা হলে আইটিইউতে রাখা হয় তাঁকে।

পরিবারের দাবি রাখাই হয়েছিল, কিন্তু কোনও চিকিৎসা পরিষেবা তাঁকে দেওয়া হয়নি। এরপর এদিন হাসপাতালের তরফে জানানো হয় অবস্থা খারাপ। দ্রুত হাসপাতালে আসতে। হাসপাতালে পরিবারের লোকজন হাজির হলে কিছুক্ষণ পর প্রৌঢ় বিজয়কুমার কুর্মিকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ করে হাসপাতালে চড়াও হন মৃতের আত্মীয়েরা। পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *