Kolkata

আধার কার্ড করাতে গিয়ে নিগৃহীত জনপ্রিয় অভিনেতা

স্ত্রীর আধার কার্ডে বানান ভুল। সেটাই ঠিক করাতে সকালে বাগুইআটির কাছে রঘুনাথপুরের আধার কার্ড করানোর জায়গায় হাজির হন সস্ত্রীক অভিনেতা অরিন্দম হালদার। ‌যাঁকে বাংলার মানুষ একডাকে চেনেন লামা নামে।

অভিযোগ, সকালে তাঁর স্ত্রী লাইন দিয়ে বেলা সাড়ে ১২টা নাগাদ একটা ফর্ম হাতে পান। সেটা জমা দেওয়ার পর দুপুর ২টো নাগাদ লাইনে দাঁড়ানো সকলকে জানানো হয় ১ ঘণ্টার জন্য লাঞ্চ ব্রেক। তারপর ফের শুরু হবে কাজ। এই সময়ে অরিন্দমবাবু জিনিস কিনে ফের স্ত্রীর কাছে লাইনে হাজির হন। জানতে পারেন এখন ১ ঘণ্টার লাঞ্চ ব্রেক। ক্ষুব্ধ অরিন্দমবাবুর স্ত্রী এগিয়ে গিয়ে লাঞ্চ ব্রেকের কথা কেন আগে জানানো হয়নি তা জিজ্ঞেস করায় তাঁকে ধাক্কা মারা হয় বলে অভিযোগ।

স্ত্রীকে এভাবে হেনস্থার শিকার হতে দেখে স্বামী হিসাবে অরিন্দমবাবু চুপ থাকেননি। এগিয়ে বলতে গেলে তাঁকেও মার শুরু করে আধার কার্ড কেন্দ্রের সঙ্গে যুক্ত এক ব্যক্তি। লামা হিসাবে অরিন্দমবাবু পরিচিত মুখ। তাঁকে অন্যেরা আটকান। কিন্তু ওই যুবক মারতেই থাকে। এতে বাঁ চোখের ওপরের অংশ ফেটে যায় অরিন্দমবাবুর। পায়ের আঙুলও পিষে রক্ত বার করে দেওয়া হয়। এই অবস্থায় বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন সস্ত্রীক লামা। পুলিশ তদন্ত শুরু করেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *