Kolkata

রাজ্যে বাউন্সার দিয়ে গণতন্ত্র ভাঙার চেষ্টা হচ্ছে : সুজন চক্রবর্তী

গত সোমবার বামেদের নবান্ন অভিযানে বাম কর্মী সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাংবাদিকদের ওপর লাঠিচার্জের প্রতিবাদ করে রাজ্যপালের দ্বারস্থ হলেন বাম ও কংগ্রেস বিধায়কেরা। সোমবারই বামেদের তরফে জানানো হয়েছিল মঙ্গলবার প্রতিবাদ দিবস পালন করবে তারা। সেইমত এদিন বিধানসভায় সকাল থেকেই বাম ও কংগ্রেস বিধায়কেরা একযোগে বিক্ষোভ দেখান। পরে কালো পতাকা হাতে মিছিল করে তাঁরা রাজভবনে হাজির হন। এঁদের মধ্যে ১২ জন বিধায়ক রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করে গোটা ঘটনা তাঁকে জানান। তাঁকে প্রয়োজনীয় পদক্ষেপ করারও অনুরোধ করেন। পরে বাম বিধায়ক সুজন চক্রবর্তী দাবি করেন রাজ্যে বাউন্সার দিয়ে গণতন্ত্রকে ভাঙার চেষ্টা করছে তৃণমূল সরকার। এর আগে সকালে বিধানসভায় অধিবেশন শুরুর পরই বামেদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রবল বিরোধিতা করে সোচ্চার হন বাম বিধায়কেরা। সামিল হন কংগ্রেস বিধায়কেরাও। পরে তাঁরা একযোগে ওয়াকআউট করে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে বিধানসভা চত্বরে বিক্ষোভে দেখান।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *