National

বিলাসপুর ৪৯.৩ ডিগ্রি!

এবারের গ্রীষ্মে এখনও পর্যন্ত দেশের সর্বোচ্চ গরম রেকর্ড হল ছত্তিসগড়ের বিলাসপুরে। ৪৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ২০১৩ সালে এখানে তাপমাত্রা সর্বোচ্চ অঙ্ক ছুঁয়েছিল ৪৭ ডিগ্রি। এবার সেই রেকর্ড ভেঙে দিল অসহ্য গরম। এদিনের ৪৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। অর্থাৎ খাতায় কলমে লু বইছে। বাস্তবেও তাই হচ্ছে। রাস্তায় বার হওয়া যাচ্ছেনা। প্রবল শুকনো গরম হাওয়া সারা শরীর জ্বালিয়ে দিয়ে যাচ্ছে। ছত্তিসগড়ের বিস্তীর্ণ এলাকাই এখন এই লু-এর কবলে। এছাড়া ওড়িশা ও ঝাড়খণ্ডের কিছু এলাকাতেও গরম রেকর্ড অঙ্ক ছুঁয়েছে। বেলা বাড়লে মানুষ বাড়ি থেকে বার হওয়া বন্ধ করে দিচ্ছেন। রাস্তাঘাট শুনশান। মিলছে না যানবাহনের দেখাও। এদিকে প্রবল গরমে যখন পুড়ছে বিলাসপুর, তখন ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলি প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজছে। ফলে তোফা আবহাওয়া সেখানে। বৃষ্টি হচ্ছে কেরালাতেও। প্রাক বর্ষার বৃষ্টি হলেও গত সোমবার কেরালা ভাল পরিমাণ বৃষ্টিতে ভিজেছে। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে কর্ণাটকের বেশ কিছু অংশেও। বেঙ্গালুরুতে গত সোমবার রীতিমত বৃষ্টি হয়েছে। তবে দেশের অন্যান্য এলাকা এখনও গরমে নাজেহাল। একই অবস্থা কলকাতার। গত সোমবার রাতের দিকে বর্ধমান সহ অন্যান্য জায়গায় কিছুটা বৃষ্টি হলেও কলকাতায় সন্ধের পর বৃষ্টি হয়েছে নামমাত্র। তাতে ছাতা খোলার দরকার পড়েনি। তবে রাতের দিকে ঠান্ডা হাওয়া সামান্য হলেও স্বস্তি দিয়েছে। এদিকে কলকাতার আকাশে মেঘের আনাগোনা দেখা গেলেও তা থেকে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। এদিকে দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *