
টিফিন নিয়ে বান্ধবীর সঙ্গে মনোমালিন্যের জেরে আত্মহত্যা করল এক স্কুল ছাত্রী। ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর নাম শ্রেষ্ঠা দে। বেহালার পর্ণশ্রীর বাসিন্দা। সিলিং থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে। বাড়িতে তখন কেউ ছিল না। রাত ৯টা নাগাদ তার মা বাড়ি ফিরে প্রথমে তাকে ঝুলতে দেখেন। আত্মহত্যার আগে একটি সুইসাইড নোটও লিখে যায় শ্রেষ্ঠা। ছাত্রীর পরিবারের দাবি, সোমবার স্কুলে সে টিফিন নিয়ে যায়নি। টিফিন টাইমে এক বন্ধুর কাছে টিফিন চাইলে অশান্তির শুরু। এরপর তাকে এমন কিছু বন্ধুদের কাছে শুনতে হয় যা সহ্য করতে পারেনি ওই ছাত্রী। বাড়ি ফিরে আসার পর তার মা একটু বাইরে গিয়েছিলেন। এই অবস্থায় সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে সে। সুইসাইড নোটে সে লিখেছে ওই বন্ধু তার সঙ্গে এমন ব্যবহার করে ভাল করেনি। বাবা-মাকে ভাল থাকার জন্য লিখেছে। আর লিখেছে দিদিকে। দিদির সামনে বিয়ে। সেই বিয়েতে সে থাকতে পারবেনা জানিয়ে শ্রেষ্ঠা লিখেছে সে তার দিদির বিয়ে ওপর থেকেই দেখবে। পুলিশ তদন্ত শুরু করেছে।