Kolkata

পরমার সামনে বাম বিক্ষোভ, গ্রেফতার সুজন-কান্তি-অনাদি

বেঙ্গল গ্লোবাল সামিট চলছে। এই অবস্থায় মিলন মেলা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে আচমকাই পথ অবরোধ করে ভাঙড় নিয়ে বিক্ষোভে সামিল হল বামেরা। প্রবল বিক্ষোভে পুলিশও প্রথমে কিছুটা হকচকিয়ে যায়। পরে যদিও অবস্থা সামাল দেওয়া হয়। গ্রেফতার করা হয় আন্দোলনের নেতৃত্বে থাকা বাম নেতা সুজন চক্রবর্তী, মানব মুখোপাধ্যায়, কান্তি গঙ্গোপাধ্যায় সহ ১৩৫ জন বিক্ষোভকারীকে। যারমধ্যে ২৩ জন মহিলা। এদিন আগাম কিছু না জানিয়েই বামেদের কয়েকশো কর্মী সুজন, কান্তিদের নেতৃত্বে পরমা আইল্যান্ডের সামনে কয়েকটি গাড়িতে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ। এমনকি কর্তব্যরত পুলিশকর্মীদের ধাক্কাধাক্কি করারও অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এরপরই শক্ত হাতে গ্রেফতার শুরু করে পুলিশ। এদিকে মিলন মেলা প্রাঙ্গণে তখন দেশ-বিদেশের বহু শিল্প প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাঁদের সামনে রাজ্যের মাথা হেঁট করতেই এমন পদক্ষেপ বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্ব।

 


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *