Kolkata

এসটিএফের জালে ৬ জামাত জঙ্গি


খাগড়াগড় কাণ্ডে ওয়ান্টেড ৫ অভিযুক্ত সহ ৬ জন জামাত জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। পশ্চিমবঙ্গ ও অসম থেকে এদের গ্রেফতার করা হয়। গত রবিবার সন্ধে থেকে সোমবার সকালের মধ্যে এদের গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে ডিটোনেটর, এক ধরণের সাদা গুঁড়ো, মোবাইল, সিম, এসডি কার্ড সহ বেশ কিছু সন্দেহজনক বস্তু উদ্ধার হয়েছে বলে জানান এসটিএফ প্রধান বিশাল গর্গ। খাগড়াগড় কাণ্ডের পর থেকেই এরা দক্ষিণ ভারত ও উত্তরপূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে লুকিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনের এই ৬ অন্যতম নেতা। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ৩ জন বাংলাদেশ বংশোদ্ভূত। বাকি ৩ জন ভারতীয় বংশোদ্ভূত।






Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *