
কিশোর আবেশ দাশগুপ্তের মৃত্যুর সুবিচারের দাবিতে এদিন শহরে এক মৌন মিছিলে পা মেলালেন বিশিষ্টজনেরা। আবেশের পরিবারের লোকজন ও বন্ধু-বান্ধবদের উদ্যোগে শনিবার বিকেলে লেক অ্যাভিনিউ থেকে মিছিল শুরু হয়। মিছিল এগোয় হাজরা রোডের দিকে। কালো ব্যাজ পরে মিছিলে পা মেলান অনেক সাধারণ মানুষও। মিছিলের সামনে ছিলেন মীরাতুন নাহার, ওয়াসিম কাপুর, সম্রাট মুখোপাধ্যায়, সুদেষ্ণা রায়, রসিদ খান, সমীর আইচ সহ বহু বিশিষ্টজন। আবেশের মৃত্যুর সুবিচারের আশায় তাঁদের মিছিলে পা মেলানো বলে জানান তাঁরা।