
রাতের অন্ধকারে সীমানা টপকে ভারতীয় ভূখণ্ডে পা রাখার চেষ্টা বানচাল করে দিল ভারতীয় সেনা। জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে শুক্রবার মধ্যরাতে এলওসি বরাবর কিছু নড়াচড়া করতে দেখেন ভারতীয় সেনারা। বিষয়টা নজর করতে এগোলে আচমকাই তাদের ওপর গুলি বর্ষণ শুরু করে অনুপ্রবেশকারী জঙ্গিরা।
পাল্টা গুলি চালায় সেনা। শুরু হয় গুলি যুদ্ধ। গুলির লড়াইয়ে ২ জঙ্গির মৃত্যু হয়। জঙ্গিদের ছোঁড়া গুলিতে শহিদ হন ২ সেনা জওয়ানও। ১ সেনা জওয়ান গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।













