Kolkata

প্রতীক্ষা শেষ, খুলে যাচ্ছে টালা ব্রিজ, তবে এখনই সব গাড়ি যাতায়াতের সুযোগ পাবেনা

প্রায় আড়াই বছরের প্রতীক্ষার অবসান। খুলে যাচ্ছে নতুন তৈরি হওয়া টালা ব্রিজ। বৃহস্পতিবার খুলছে ব্রিজ। তবে এখনই ব্রিজের ওপর দিয়ে বাস যাতায়াত করবে না।

২০১৯ সালের সেপ্টেম্বরের শেষ। স্বাস্থ্য পরীক্ষার পর অবশেষে বন্ধ করে দেওয়া হয় টালা ব্রিজে ভারী যান চলাচল। তারপর কিছুদিন ছোট গাড়ি যাতায়াত করলেও সেটিও বন্ধ হয়ে যায়।

২০২০ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয় ব্রিজ ভাঙার কাজ। এরপর আড়াই বছর ধরে চলেছে ব্রিজ তৈরির কাজ। অবশেষে সেই ব্রিজ খুলে যাচ্ছে।

আগামী বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর বিকেলে নবনির্মিত ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য গত সোমবারই টালা ব্রিজ ঘুরে দেখেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

খড়গপুর আইআইটি-র থেকে সবুজ সংকেত পাওয়ার পরই ব্রিজ খোলার দিনক্ষণ নিয়ে কথা শুরু হয়। অবশেষে মহালয়ার আগেই খুলছে ৪ লেনের নতুন টালা ব্রিজ।


তবে এখনই সব ধরনের গাড়ি চলাচলে অনুমতি মিলছে না। ছোট গাড়ি, বাইক উদ্বোধনের পর যাতায়াত করতে পারলেও এখনই বাস বা ভারী গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছেনা। কিছুদিন পর ভারী গাড়ি বা বাসের মিলবে ছাড়পত্র।

টানা ব্রিজ বন্ধ হওয়ার পর এখন লকগেট ব্রিজ বড় ভরসা। ডানলপ থেকে শ্যামবাজারমুখী গাড়ি বেলা ১টা পর্যন্ত লকগেট ব্রিজ ধরে যাতায়াত করে। ১টার পর যায় পাইকপাড়া হয়ে আরজি কর রোড ধরে।

১টার পর শ্যামবাজার থেকেও বাগবাজার হয়ে বাসগুলি লকগেট হয়ে চিড়িয়া মোড়ে পৌঁছয়। টালা ব্রিজ খুললেও বাসগুলিকে এখনও ওই পথেই যাতায়াত করতে হবে। তারপর টালা ব্রিজে ওঠার ছাড়পত্র মিললে বাস ফিরবে পুরনো রুটে।

৪ লেনের টালা ব্রিজটি ৮০০ মিটার লম্বা। যা ফের চালু হলে শ্যামবাজার থেকে উত্তরমুখী যান চলাচল এবং শ্যামবাজারমুখী যান চলাচল অনেক সুগম হয়ে যাবে।

Show Full Article
Back to top button